হবিগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ০৭, ২০২১
০৮:১৪ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৭, ২০২১
০৮:১৮ পূর্বাহ্ন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেরগর গ্রাম থেকে ২৫ কেজি গাঁজাসহ নির্ধন সরকার (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। নির্ধন সরকার মাধবপুরের সুলতানপুর গ্রামের শশী মোহন সরকারের ছেলে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ এর হবিগঞ্জ ক্যাম্পের লে. কমান্ডার নাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ২৫ কেজি গাঁজাসহ নির্ধন সরকার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে মাধবপুর থানায় হস্তান্তর এর প্রক্রিয়া চলছে।
এস আর/বি এন-০৮