শান্তিগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২১
০৮:২৫ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১০, ২০২১
০৮:২৫ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রবিবার (১০ অক্টোবর) ভোরে শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ গ্রামের নিজ বাড়ী থেকে ছাদিকুর রহমান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। সে গণিগঞ্জ গ্রামের মৃত সৈয়দুর রহমানের পুত্র।
আটক যুবক ছাদিকুর রহমান ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার প্রতিবেশী গণিগঞ্জ গ্রামের জিয়াউর রহমান ও লন্ডন প্রবাসী হাফিজ আজিজুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন গণিগঞ্জ গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে জিয়াউর রহমান।
বাদীর অভিযোগ, বাদী জিয়াউর রহমানের সাথে প্রতিবেশী অভিযুক্ত ছাদিকুর রহমানের বিরোধ চলে আসছিল।
গত শনিবার (২ অক্টোবর), বুধবার (৬ অক্টোবর) ও বৃহস্পতিবার (৭ অক্টোবর) কোন এক সময়ে অভিযুক্ত ছাদিকুর রহমান তার ফেসবুক আইডি থেকে যুক্তরাজ্য প্রবাসী গণিগঞ্জ গ্রামের মৃত ইরফান আলীর ছেলে হাফিজ আজিজুর রহমান ও বাদী জিয়াউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরণের অশ্লীল ও মানহানিকর মন্তব্য পোস্ট করে।
এতে অভিযুক্ত ছাদিকুর রহমান বাদী ও তাহার চাচা হাফিজ আজিজুর রহমানকে সামাজিক ভাবে হেয় করতে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এ কাজ করেছে। এতে উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শান্তিগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা মো. আলা উদ্দিন বলেন, সামাজিক যোগযোগ মাধ্যমে বাদী ও তাহার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে মানহানিকর লেখালেখি ও ছবি পোষ্ট করে অপপ্রচারের উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সেই মামলায় রবিবার (১০ অক্টোবর) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং বিধিমোতাবেক বিজ্ঞ আদালতে চালান দেয়া হয়েছে।
এস টি/বি এন-১০