নবীগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২১
০১:৩৮ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১১, ২০২১
০১:৩৮ অপরাহ্ন
নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের এক জরুরী সভা আজ সোমবার (১১ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ছনি চৌধুরী সাংগঠনিক কাজে সময় দিতে না পারার কারণে তাকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয় এবং সহ সাধারণ সম্পাদক মো. নাবেদ মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ১০ জন সাংবাদিককে নতুন সদস্য নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন সদস্যরা হলেন সুবিনয় রায় বাপ্পি, কিবরিয়া চৌধুরী, মুরাদ আহমদ, মো. রুমেল আহমেদ, মো. নুরুল হক, নাজমুল ইসলাম, মোফাজ্জল ইসলাম সজীব, পারভেজ চৌধুরী ফয়েজ, সফিকুল ইসলাম নাহিদ ও জাফর ইকবাল।
সভায় সংগঠনের কাজকে আরো গতিশীল করতে সকল সদস্যদের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।