অনন্ত বিজয় হত্যা মামলায় দুইজনের সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ১২, ২০২১
০৭:১৩ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১২, ২০২১
০৭:১৬ অপরাহ্ন



অনন্ত বিজয় হত্যা মামলায় দুইজনের সাক্ষ্যগ্রহণ

বিজ্ঞানমনস্ক লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. শামসুল ইসলামসহ দুজন সাক্ষ্য প্রদান করেছেন। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল আমিন বিপ্লবের আদালতে ডা. শামসুল ইসলাম ও পুলিশ সদস্য রাসেল আহমদ সাক্ষ্য প্রদান করেন।

ডা. শামসুল ইসলাম অনন্তের লাশের ময়নাতদন্তকারী ও ফরেনসিক আলামত সংগ্রহকারী। আর পুলিশ সদস্য রাসেল আহমদ ঘটনাস্থল থেকে অনন্তের লাশ মেডিকেল কলেজের মর্গে নিয়ে গিয়েছিলেন।

আসামি পক্ষে আইনজীবী প্যানেলের সদস্য মনির উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে সিলেট মিররকে বলেন, ‘আজকের দুজনসহ আলোচিত এই মামলায় এখন পর্যন্ত ২১ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এই মামলায় মোট ২৯ জন সাক্ষী করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন।’ 

এনএইচ/বিএ-০২