সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৩, ২০২১
১২:১৫ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৩, ২০২১
০৪:৩৪ পূর্বাহ্ন
সিলেট জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রাহেল সিরাজের বাসায় হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নগরের আম্বরখানা বড়বাজারস্থ বাসায় এই হামলা হয়।
কমিটির জের ধরে ছাত্রলীগের তেলিহাওর গ্রুপের একদল নেতাকর্মী এই হামলা করেছে বলে অভিযোগ করেছেন রাহেল সিরাজের ভাই গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ।
রাহেল সিরাজও তেলিহাওর গ্রুপ করতেন। কিন্তু তেলিহাওর গ্রুপ থেকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাওয়াদ ইবনে জাহিদ খান। কিন্তু কমিটিতে রাহেল সিরাজ সাধারণ সম্পাদক হওয়ায় তাকে মেনে নিতে পারছেন না গ্রুপের শীর্ষ নেতারা। কমিটি প্রত্যাখান করে মঙ্গলবার বিকেলে তেলিহাওর গ্রুপের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন।
রাহেল সিরাজের ভাই অভিযোগ করেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ, মহানগর শাখার সাবেক সহ সভাপতি সুজেল তালুকদার ও যুবলীগ নেতা দুলাল আহমদের নেতৃত্বে ১০ থেকে ১৫টি মোটর সাইকেলে ৩০ থেকে ৩৫ জন যুবক তার বাসায় হামলা চালান। এসময় তাকে বাইরে পেয়ে তার উপরও হামলার চেষ্টা করা হয়। তিনি দৌঁড়ে বাসায় ঢুকে আত্মরক্ষা করেন। এরপর হামলাকারীরা বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজুর রহমান। তিনি বলেন, ১০ থেকে ১৫টি মোটরসাইকেল এলাকার ভেতরে মহড়া দিয়ে গেছে। এজন্য সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আমরা বর্তমানে এলাকায় আছি। পরিস্থিতিও আমাদের অনুকূলে রয়েছে।
সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ হামলার ঘটনায় তেলিহাওর গ্রুপের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন।
আরসি-১৩