পুণ্যভূমিকে কলুষিত করতে এই কমিটি : সামাদ

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ১৩, ২০২১
০১:২৮ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৩, ২০২১
০৪:৩২ পূর্বাহ্ন



পুণ্যভূমিকে কলুষিত করতে এই কমিটি : সামাদ

সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের ঘোষিত কমিটিকে প্রত্যাখ্যান করে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ বলেছেন, ‘পবিত্র নগরকে আধ্যাত্মিক নগরে ছাত্রলীগের পবিত্র দায়িত্ব দেয়নি। পুণ্যভূমিকে কলুষিত করতে কমিটি দিয়েছে।’ জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া রাহেল সিরাজকে অছাত্র আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘তার ছাত্রত্ব ছিল না, ক্লাস ফাইভ পর্যন্ত পড়ার পর  পড়াশোনা না করায় আমি তাকে না করে দিয়েছিলাম। সে অসংখ্য চেক ডিজঅনার মামলার আসামী।’

ছাত্রলীগের দুই ইউনিটের কমিটি ঘোষণার পর কমিটি প্রত্যাখ্যান করে আজ মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগের তেলিহাওর গ্রুপ। 

সমাবেশ শেষে সদ্য ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির সমালোচনা করে শাহরিয়ার আলম সামাদ বলেন, ‘যাকে সভাপতি দেওয়া হয়েছে সে এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণের আলোচিত ঘটনার সঙ্গে জড়িতদের মূল হোতা। আর সাধারণ সম্পাদক পাঠশালা পাশের পর আর স্কুলে পা দেয়নি।’ জেলার সাধারণ সম্পাদক সম্পর্কে তিনি আরও বলেন, ‘সে গোলাপগঞ্জ উপজেলায় রাজনীতি করত। আমার কাছে অসংখ্যবার এসেছে ছাত্রলীগের কমিটিতে ঢুকার জন্য। তখন তার ছাত্রত্ব ছিল না, ক্লাস ফাইভ পড়ার পর  পড়াশোনা বাদ দিয়ে দিয়েছিল বলে আমি তাকে না করে দিয়েছিলাম।’ 

ছাত্রলীগের সদ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া রাহেল সিরাজ সম্পর্কে তিনি আরো বলেন, ‘সে অসংখ্য চেক ডিজঅনার মামলার আসামী। একজন চতুর, চোর-বাটপার টাইপের ছেলে। ছিনতাইকারীর মতো ছেলে। তাকে জেলা ছাত্রলীগের কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।’ আধ্যাত্মিক নগরে ছাত্রলীগ পবিত্র দায়িত্ব দেয়নি মন্তব্য করে তিনি বলেন, ‘পূণ্যভূমিকে কলুষিত করতে কমিটি দিয়েছে।’

ছাত্রলীগের এমন কমিটি মেনে নেওয়া যায় না উল্লেখ করে সামাদ বলেন, ‘যারা ছাত্র রাজনীতি করছে এবং আমরা যারা সদ্য সাবেক, দীর্ঘদিন এই প্রাণের সংগঠনে জননেত্রী শেখ হাসিনার আদর্শের রাজনীতি করেছি। এই কমিটি কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। প্রধানমন্ত্রী সবসময় বলেন, কাগজ কলম হাতে নিয়ে এবং ছাত্রত্ব দেখে, ২৯ এর বয়স যাদের তাদের হাতে দলের আমানত তুলে দিতে। যাদের দেওয়া হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড পর্যালোচনা করলে তাদের সম্পর্কে জানতে পারবেন।’


ভিডিও দেখুন-



এএফ/০৫