জগন্নাথপুর প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২১
০১:২৯ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৩, ২০২১
০১:২৯ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে তানজিনা বেগম (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ অক্টোবর) জগন্নাথপুর পৌরসভার উত্তর ইকরছই এলাকার আলখানার খাল থেকে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
মৃত ওই শিশু হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জের শিবপাশা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। তারা দীর্ঘ দিন থেকে জগন্নাথপুর পৌরসভার উত্তর ইকরছই এলাকায় বসবাস করে আসছেন।
তানজিনার মা ছামেনী বেগম জানান, গত সোমবার সন্ধ্যা থেকে তার শিশুকন্যাকে অনেক খোঁজাখুঁজির পর গতকাল সকালে আলখানার খালে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পুলশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এএ/বিএ-০২