ওসমানীনগরে রণধীর পাল কল্যাণ ট্রাস্টের বস্ত্র বিতরণ

ওসমানীনগর প্রতিনিধি


অক্টোবর ১৩, ২০২১
০২:০১ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৩, ২০২১
০২:০১ পূর্বাহ্ন



ওসমানীনগরে রণধীর পাল কল্যাণ ট্রাস্টের বস্ত্র বিতরণ

সিলেটের ওসমানীনগরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী হত-দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ করেছে রণধীর পাল কল্যাণ ট্রাস্ট। মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে তাজপুর ডাক বাংলায় আনুষ্ঠানিকভাবে উপজেলার ২৬টি সার্বজনীন পূজামণ্ডপে বিতরণের জন্য ৩ শতাধিক বস্ত্র তুলে দেওয়া হয়।

কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলকের সভাপতিত্বে এবং ওসমানীনগর পূজা উদযাপন পরিষদের আহবায়ক চয়ন পালের সঞ্চালনায় শাড়ী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, আলাউর রহমান, আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, আওয়ামী লীগ নেতা শাহ নুরুর রহমান সানুর, ফেরদৌস খান, লুৎফুর রহমান, কাজী হেলাল, আনা মিয়া, মুকিদ মিয়া, স্বেচ্ছাসেবকলীগের চঞ্চল পাল প্রমুখ।

শফিকুর রহমান চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, মুজিব কন্যার বাংলায় সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। এখানে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। সংগত কারণেই বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মের অনুষ্ঠান হয়ে থাকে।  এখানে প্রত্যেক ধর্মের মানুষেরা নিজেদের ইচ্ছানুযায়ী ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন। তবে উৎসবের আনন্দ প্রত্যেক ধর্মের মানুষ মিলেমিশে উপভোগ করেন। সবার মুখে হাসি ফুটাতে না পারলে উৎসবের আনন্দ মলিন হয়ে যায়। পূজা উপলক্ষে রণধীর পাল কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে হত-দরিদ্রদের মধ্যে কাপড় বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ। এর ফলে অসহায়রাও পূজোতে নতুন কাপড় পরতে পারবে।

ইউুড/বিএ-০৭