সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ১৩, ২০২১
০৭:১৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৩, ২০২১
০৭:৫২ অপরাহ্ন



সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি বাতিলের দাবি

সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি বাতিলের দাবি জানিয়েছেন পদবঞ্চিতরা। কমিটি বাতিল না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

আজ বুধবার (১৩ অক্টোবর) সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ।

সংবাদ সম্মেলনে ১ কোটি ২০ লাখ টাকার বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়ে ১ কোটি ২০ লাখ টাকার বিনিময়ে অছাত্রদের দিয়ে কমিটি দিয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। সম্প্রতি দেশে-বিদেশে সমালোচিত এমসি কলেজ ছাত্রাবাসের ধর্ষণ মামলার আসামীদের গডফাদার, বিভিন্ন চেক অবমূল্যায়ন (ডিজঅনার) মামলার আসামী, বিশেষ করে ফ্রিডম পার্টির নেতার নাতিকে নিয়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। যা দেখে আমরা সিলেটের ছাত্রলীগ নেতাকর্মীরা লজ্জিত, চরম হতাশ এবং বিব্রত। ঘোষিত এই কমিটি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি- সাধারণ সম্পাদকের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ ছাড়াই কমিটি ঘোষণার অভিযোগ এনে তিনি বলেন,  সিলেট ছাত্রলীগের অভিভাবক সংগঠন জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদককে অবহিত না করেই এই কমিটি ঘোষণা করা হয়েছে। টাকার বিনিময়ে কেন্দ্র সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের যে কমিটি অনুমোদন দিয়েছে তা সর্বস্তরের ছাত্রলীগের নেতাকর্মীরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

তিনি বলেন, আমরা কোনোভাবেই অর্থের বিনিময়ে অছাত্র, অপরাধ রাজ্যের গডফাদার, বিভিন্ন চেক অবমূল্যায়ন (ডিজঅনার) মামলার আসামী, বিশেষ করে ফ্রিডম পার্টির নেতার নাতিকে নিয়ে ঘোষিত ছাত্রলীগের জেলা ও মহানগর কমিটি মেনে নেব না। 

ঘোষিত এই কমিটি বাতিল করে প্রকৃত ত্যাগী ও গ্রহণযোগ্য ছাত্রলীগ কর্মীদের নিয়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি নতুন করে গঠনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তিনি।

আর সি/বি এন-০৪