ধর্মপাশায় গাঁজা সেবন করায় এক মাদকসেবীকে কারাদণ্ড

ধর্মপাশা প্রতিনিধি


অক্টোবর ১৩, ২০২১
০৫:২৯ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৩, ২০২১
০৫:২৯ অপরাহ্ন



ধর্মপাশায় গাঁজা সেবন করায় এক মাদকসেবীকে কারাদণ্ড

গাঁজা সেবন করার দায়ে সুনামগঞ্জের ধর্মপাশার উপজেলার পাইকুরাটি ইউনিয়নের দেওয়ানগঞ্জ গ্রামের বাসিন্দা মাদকসেবী মো.তরিকুল ইসলাম (২১) কে ১৫দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল মঙ্গলবার (১২অক্টোবর)  রাত পৌনে আটটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মুনতাসির হাসান এই আদালত পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের সামনের সড়কের একপাশে বসে একই ইউনিয়নের দেওয়ানগঞ্জ গ্রামের বাসিন্দা মাদকসেবী মো.তরিকুল ইসলাম বেশ কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে সেখানে  গাঁজা সেবন করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ধর্মপাশার ইউএনও মো.মুনতাসির হাসান ধর্মপাশা থানার একদল পুলিশ নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সেখানে অভিযানে যান।  ওই মাদকসেবীকে গাঁজাসেবনরত অবস্থায় দেখতে পান তিনি।

অভিযানকালে তার সঙ্গে থাকা দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওইদিন রাত পৌনে আটটার দিকে ইউএনও তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

 ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.খালেদ চৌধুরী বলেন,গাঁজা সেবনের দায়ে দণ্ড পাওয়া মাদকসেবী তরিকুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

এস এ/বি এন-১২