সামাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ১৪, ২০২১
০১:১৭ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৪, ২০২১
০২:০১ পূর্বাহ্ন



সামাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্রলীগ। টাকার বিনিময়ে কমিটি গঠনের ‘মিথ্যা অভিযোগ’ দেওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগ এই ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেট জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রাহেল সিরাজ। বুধবার (১৩ অক্টোবর) রাতে কথা হলে এই তথ্য জানান তিনি।  

এসময় টাকার বিনিময়ে কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি কেন্দ্রকে অবহিত করা হয়েছে। মিথ্যা অভিযোগ দেওয়ার কারণে কেন্দ্রীয় কমিটি তার (শাহরিয়ার আলম সামাদ) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জেনেছি।’

এর আগে বুধবার দুপুরে সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শাহরিয়ার আলম সামাদ বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ১ কোটি ২০ লাখ টাকার বিনিময়ে অছাত্রদের দিয়ে কমিটি দিয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। সম্প্রতি দেশে-বিদেশে সমালোচিত এমসি কলেজ ছাত্রাবাসের ধর্ষণ মামলার আসামিদের গডফাদার, বিভিন্ন চেক অবমূল্যায়ন (ডিজঅনার) মামলার আসামি, বিশেষ করে ফ্রিডম পার্টির নেতার নাতিকে নিয়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। যা দেখে আমরা লজ্জিত, চরম হতাশ এবং বিব্রত। আমরা ঘৃণাভরে এই কমিটি প্রত্যাখ্যান করছি।’

রাহেল সিরাজকে অছাত্র বলে উল্লেখ করেছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ। এক প্রশ্নের উত্তরে বলেন, রাহেল সিরাজ ৫ম শ্রেণি পাশের পর আর পড়াশোনা করেছে বলে আমার জানা নেই। কমিটির জন্য জীবনবৃত্তান্ত দেওয়ার সময় তিনি এসএসসি পাসের সনদই জমা দিতে পারেননি ‘

এ বিষয়ে জানতে চাইলে রাহেল সিরাজ সিলেট মিররকে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। আমি লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের প্রথম বর্ষের ছাত্র। আমার এসএসসি ও এইচএসসি পরীক্ষা পাসের সনদও রয়েছে। সামাদ ভাই সভাপতি থাকাকালে উনার নেতৃত্বে আমি ছাত্রলীগ করেছি। হয়ত কোনো ক্ষোভ থেকে তিনি এসব অভিযোগ করছেন।’

আরসি-০৩