নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২১
০৪:২০ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৪, ২০২১
০৪:২৫ অপরাহ্ন
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান স্থানীয় রাজনীতিতে পরিবারতন্ত্র কায়েম করতে চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
বুধবার (১৩ অক্টোবর) জাতীয় একটি দৈনিককে তিনি এই কথা বলেন। এসময় তিনি টাকার বিনিময়ে কমিটি গঠনের অভিযোগটিকে ভিত্তিহীন বলেও দাবি করেছেন।
তিনি বলেন, ‘কমিটি গঠনে টাকার লেনদেনের অভিযোগ পুরোটাই ভুয়া। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নিজের পরিবারতন্ত্র কায়েম করতে চান। এর আগে তাঁর ভাই সভাপতি ছিলেন। এবারের কমিটিতে তাঁর ভাতিজাকে সভাপতি করতে চেয়েছিলেন। সেটা না হওয়ায় তাঁরা নানা ভিত্তিহীন অভিযোগ তুলছেন।’
লেখক ভট্টাচার্য আরও বলেন, ‘যাঁদের নেতা নির্বাচিত করা হয়েছে, তাঁদের কারো রাজনৈতিক ত্যাগ, যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। দীর্ঘদিন ধরে ছাত্রলীগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নেতাদেরই কমিটিতে পদ দেওয়া হয়েছে।’
খোঁজ নিয়ে জানা গেছে, রাহেল সিরাজ নাসির উদ্দিন খান বলয়ের তেলিহাওর উপদলের নেতা হলেও তাঁকে বড় পদে চায়নি দলের বড় একটি অংশ। কারণে এ উপদল থেকে পদপ্রত্যাশী ছিলেন জাওয়াদ ইবনে জাহিদ খানসহ একাধিক নেতা। বিশেষ করে জাওয়াদ সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের ভাতিজা হওয়ায় তাঁর প্রতি নেতাকর্মীদের সমর্থন বেশি ছিল। এ অবস্থায় জাওয়াদকে ডিঙিয়ে রাহেল সাধারণ সম্পাদক হওয়ায় তীব্র অসন্তোষ দেখা দিয়েছে উপদলে।
আরসি-০৫