ওসমানীনগর প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২১
০৬:৪৩ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৪, ২০২১
০৬:৪৩ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় নির্মাণাধীন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানার সভাপতিত্বে ও প্রকল্প অফিসের উপ সহকারী প্রকৌশলী আলমগীর রেজার পরিচালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা শিক্ষা অফিসার শরীফ নিয়ামত উল্লা, প্রধান শিক্ষক শহীদ হাসান, ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার তৌহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি উজ্জ্বল ধর, সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, সাধরণ সম্পাদক শিপন আহমদ, , উপজেলা প্রকল্প কর্মকর্তা মিলন কান্তি রায়, ওসমানীনগর থানার এসআই রফিকুল ইসলাম, তথ্য অফিসার রুহানি আক্তার প্রমুখ।
সভায় বক্তারা দুর্যোগ সহনশীল দেশ গড়তে কার্যকর সমন্বয়ের মাধ্যমে কাজ করার উপর গুরুত্বারোপ করে বলেন, দুর্যোগঝুঁকি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি না থাকলে শুধু জানমালের ক্ষতি নয়, দেশের সার্বিক উন্নয়নই ব্যাহত হতে পারে। তাই এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার বিকল্প নেই। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় প্রস্তুতির বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি প্রয়োজন জনসচেতনতা। একমাত্র জনসচেতনতাই পারে মানব সৃষ্ট দুর্যোগ প্রতিরোধ করতে। অন্যদিকে সঠিক কর্মপন্থা ও প্রকৃত কারণ উদঘাটন করলে প্রাকৃতিক অনেক দুর্যোগও এড়ানো সম্ভব।
আলোচনা সভা শেষে তাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা দূর্যোগ মোকাবেলার বিষয়ের বিভিন্ন কলা-কৌশল উপস্থাপন করেন।
ইউ ডি/বি এন-০২