জৈন্তাপুর প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২১
০৭:১০ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৪, ২০২১
০৭:১০ অপরাহ্ন
জৈন্তাপুর সীমান্তের অবৈধ পথে ভারত হতে নিয়ে আসা একটি গরু পাচারের সময় মারা গেলে রাস্তার পাশে ফেলে যায় চোরাকারবারীরা ৷
মঙ্গলবার (১২ অক্টোবর) উপজেলার চিকনাগুল ইউনিয়নের কহাইগড় গ্রামের সিলেট তামাবিল মহাসড়কের চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয় সামনে মরা গরুটি ফেলে যায় চোরাকারবারীরা ৷
গরুটি পঁচে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে ৷ ফলে বিদ্যালয়ে আসা যাওয়ায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা ৷ মহাসড়কের পাশেই রয়েছে চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয় ও চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদিন স্কুলে ছাত্র ছাত্রী যাতায়াত করে ৷ মরা গরুর পচা দুর্গন্ধে শিক্ষার্থীরা আসা যাওয়া করতে কষ্ট হচ্ছে ৷
স্থানীয় ভলগেনাইজ ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, দুদিন ধরে চোরাকারবারীদের ফেলে যাওয়া গরুটি পচে মারাত্মক ভাবে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে আমরা ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে ৷
স্থানীয় ইউপি সদস্য ফয়জুল হাসান বলেন, বিষয়টি উপজেলা প্রশাসন কে অবগত করি ৷ তিনি আরও বলেন গরু চোরাচালান ব্যবসায়ীরা এই ধরনের জগণ্য কাজ করে থাকে ৷ তারা ভারত হতে অবৈধ পথে গরু নিয়ে আসার সময় কোন গরু মারা গেলে রাস্তার পাশে ফেলে যায় ৷ রাতের আঁধারে এভাবে মৃত গরুটি রাস্তায় পাশে ফেলা ঠিক হয়নি ৷ তিনি উপজেলা ও থানা প্রশাসনের নিকট আইনি ব্যবস্থা সহ গরুটি সরানোর দাবী জানান ৷
আর কে/বি এন-০৪