জগন্নাথপুর প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২১
০৭:২৪ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৪, ২০২১
০৭:২৪ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের একটি পূজামণ্ডপ থেকে নেশাগ্রস্ত এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
আটক যুবকের নাম শাহিনুর পাশা (২৫)। তিনি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বুড়ুমপুর গ্রামের গিয়াছ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গত বুধবার রাতে উপজেলা সদরের শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া (উপজেলা কেন্দ্র মন্দির) পূজামণ্ডপে নেশাগ্রস্ত হয়ে মাতলামি করছিল ওই যুবক। পরে পুলিশ তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ওই যুবকের বিরুদ্ধে ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এ এ/বি এন-০৫