জৈন্তাপুর প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২১
০৯:১৯ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৪, ২০২১
০৯:১৯ অপরাহ্ন
তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬টি ইউপির মধ্যে ৫টিতে আগামী ২৮ নভেম্বর নির্বাচন ঘোষনা করেছে কমিশন। শুধুমাত্র মামলা জটিলতার কারনে নিজপাট ইউপির নির্বাচন স্থগিত রয়েছে। উপজেলা আ.লীগের প্রার্থী বাছাই হবে ১৬ অক্টোবর।
উপজেলার নির্বাচন সূত্রে জানা যায়, দেশে ৩য় ধাপে ১০০৭ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। তারই ধারাবাহিকতায় জৈন্তাপুর উপজেলা ৬টি ইউপি’র ৫টি (২নং জৈন্তাপুর, ৩নং চারিকাটা, ৪নং দরবস্ত, ৫নং ফতেপুর ও ৬নং চিকনাগুল) নির্বাচন অনুষ্ঠিত হবে। মামলা জটিলতার কারনে উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থাগিত রাখা হয়েছে।
নির্বাচন কমিশন কর্তৃক তারিখ ঘোষণার আগেই জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ ৫টি ইউপিতে আগামী ১৬ অক্টোবর উপজেলা হল রুমে তাদের দলীয় প্রার্থী বাছাইয়ের তারিখ ঘোষণা করে। তৃণমূল নেতাকর্মীদের মতামতের প্রেক্ষিতে গ্রহণযোগ্য প্রার্থী বাছাই করে কেন্দ্রে তালিকা প্রেরণ করা হবে বলে জানান উপজেলা আ.লীগের সভাপতি কামাল আহমদ।
আর কে/বি এন-১২