‘ধৈর্য্যরে সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করুন’

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৫, ২০২১
১২:১৭ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৫, ২০২১
১২:১৭ পূর্বাহ্ন



‘ধৈর্য্যরে সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করুন’
রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দের বিবৃতি

চিহ্নিত অপশক্তিসমূহের পাতা ফাঁদে বা কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে ধৈর্য্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে সচেতন মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেটের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। 

দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্খিত পরিস্থিতির প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিবৃতি দিয়ে তারা এ আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘বাঙালি জাতি সুদীর্ঘ লড়াই, সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বিশ্বের মানচিত্রে স্বাধীন জাতিরাষ্ট্র হিসেবে স্থান করে নিয়েছে। একাত্তরের সশস্ত্র যুদ্ধে ত্রিশ লাখ বাঙালির রক্ত, দুই লাখের বেশি মা-বোনের সম্ভ্রম, অগনিত মানুষের মেধা ও কোটি কোটি মানুষের শ্রম ও ত্যাগের বিনিময়ে চিহ্নিত সাম্প্রদায়িক অপশক্তিকে পরাস্ত করা জনপদ বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্যবশত পরাজিত সাম্প্রদায়িক অপশক্তিসমূহ বারবার জনমনে নানাবিধ বিভাজন ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের তথা বাঙালি জাতির অস্তিত্বের মর্মস্থলে আঘাত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তবে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ, মানবিক মূল্যবোধ সমৃদ্ধ, শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মানুষ বারবার তাদের ষড়যন্ত্র-চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে।’

নেতৃবৃন্দ বলেন, ‘চিহ্নিত অপশক্তিসমূহের পাতা ফাঁদে বা কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে অত্যন্ত ধৈর্য্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দায়িত্বশীল ভ‚মিকা পালন করার জন্য আমরা সংশ্লিষ্ট এলাকাসহ দেশের সব শুভবুদ্ধিসম্পন্ন সচেতন মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

বিবৃতিতে স্বাক্ষর করেছেন, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল কাশেম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদউল্লাহ শহিদুল ইসলাম, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, আইডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা নজমুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অম্বরিষ দত্ত, সাম্যবাদী দলের জেলা সাধারণ সম্পাদক ধীরেণ সিংহ, ন্যাপ ঐক্য সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, সিপিবি জেলা সভাপতি হাবিবুল ইসলাম খোকা, বাসদ (মার্ক্সবাদী) আহŸায়ক উজ্জল রায়, ওয়ার্কার্স পার্টির সভাপতি সিকান্দর আলী, বাসদ সমন্বয়ক আবু জাফর, সিপিবি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) জেলা সভাপতি সিরাজ আহমদ, ন্যাপ ঐক্য সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, গণতন্ত্রী পার্টি সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, জাসদ সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, জাসদ মহানগর সভাপতি মিশফাক আহমেদ মিশু,  জাসদ মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, ওয়ার্কার্স পার্টি জেলা সাধারণ সম্পাদক ইন্দ্রানী সেন শম্পা, বাসদ(মার্ক্সবাদী) জেলা সদস্য অ্যাডভোকেট হুমায়ূন রশীদ শোয়েব, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী আন্দোলনের অ্যাডভোকেট রণেন সরকার প্রমুখ। 

আরসি-০১