কুমিল্লার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৫, ২০২১
১২:২২ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৫, ২০২১
১২:২২ পূর্বাহ্ন



কুমিল্লার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগে গোলাম মাওলা নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে কুমিল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার ব্যক্তির বিস্তারিত পরিচয় জানা যায়নি বলে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানিয়েছেন। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তি সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে।

কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ বিভিন্ন জেলায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাজধানীসহ সারা দেশের পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশের ২২ জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খান সাংবাদিকদের বলেন, কুমিল্লার পূজামণ্ডপের ঘটনায় কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে।

আরসি-০২