সিলেটের পূজামন্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৫, ২০২১
১২:৫৯ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৫, ২০২১
১২:৫৯ পূর্বাহ্ন



সিলেটের পূজামন্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট নগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ নিশারুল আরিফ। এসময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছ বিনিমিয় করেন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নগরের বিভিন্ন এলাকার পূজামণ্ডপের পরিদর্শনে গিয়ে শুভেচ্ছা প্রদান করেন। এসময় পূজা কমিটির সঙ্গে সৌহাদ্য বিনিময় আলোচনাসহ সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও পূজামন্ডপে আগত হিন্দু ধর্মাবলম্বী দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, উপ কমিশনার (সদর) মো. কামরুল আমীন, উপ কমিশনার (ট্রাফিক) মো. ফয়সাল মাহমুদ, উপ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম, অতিরিক্ত উপ কমিশনার সদর ইয়াহিয়া আল মামুন ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।

এসময় পুলিশ কর্মকর্তারা রামকৃষ্ণ মিশন, শ্রী  নিম্বার্ক আশ্রম, শ্রী দুর্গা বাড়ি পূজা মন্ডপ, কাজলশাহ পূজা মন্ডপ,  কালীবাড়ি পূজা মন্ডপ, ও লাক্কাতুরা বিষরীবাড়ী পূজা মন্ডপসমূহ পরিদর্শন করেন।

আরসি-০৩