ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২১
০৬:১৬ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৬, ২০২১
১১:৪৯ অপরাহ্ন
প্রাচীনতম ব্যবসায়ী সংগঠন ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে আহবায়ক কমিটির এক সভা গত শুক্রবার ( ১৫ অক্টোবর) বণিক সমিতির আহবায়ক আব্দুল বারীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মাশার আহমেদের শাহ পরিচালনায় আলোচনায় অংশ নেন কমিটির সদস্য শহিদুস সামাদ চৌধুরী কচ্চু মিয়া, আব্দুল মোতালেব হেনু, হাফিজ তরিকুল ইসলাম তোফা, কাজী আবুল কাশেম জবুল , আখলাকুর রহমান সেলিম, আব্দুস সালাম পুতুল, মামুনুর রশীদ, দেলোওয়ার হোসেন পাপ্পু, প্রমুখ।
সভায় জানানো হয় ভোটার তালিকা হালনাগাদে জন্য বাজারের ৩ টি ওয়ার্ডে এ পর্যন্ত ১৭৭৮ জন ব্যবসায়ী ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছেন। ইতিমধ্যে যাচাই বাছাই করে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশের জন্য নির্বাচন কমিশনে প্রেরণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনার জন্য ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান কে প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করেছে।
দীর্ঘদিন পর ফেঞ্চুগঞ্জ বণিক সমিতির নির্বাচন ঘোষণা হওয়াতে বিভিন্ন প্রার্থীদের ভিন্ন ভিন্ন পদে প্রার্থীদের দৌঁড়ঝাপ শুরু হয়েছে।
ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির আহবায়ক আব্দুল বারী সাথে আলাপ কালে তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করি আগামী নভেম্বরের মধ্যে নির্বাচন করতে পারবো। সুন্দর একটি নির্বাচন হবে বলে আমার বিশ্বাস।
এস সি/বি এন-০৪