নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২১
০৬:৪৮ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৬, ২০২১
০৬:৫৫ অপরাহ্ন
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘কেবল সুনামগঞ্জ নয়, ‘বৃহত্তর সিলেটের উন্নয়নে নানাবিধ পরিকল্পনা রয়েছে।’
আজ শনিবার (১৬ অক্টোবর) দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘আমি ভাটি অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা দেখেছি। নিজেও বহু কষ্ট-বঞ্চনার শিকার হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এ অঞ্চলের উন্নয়নে নির্দেশ দিয়েছেন এবং সহযোগিতা করছেন। তাই বলে শুধু এ অঞ্চল নয় বৃহত্তর সিলেটের উন্নয়নে আমাদের নানাবিধ পরিকল্পনা রয়েছে।’
এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান। স্বাগত বক্তব্য দেন রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য মজির উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি আব্দুর রহমান জামিল।
এ সময় মন্ত্রী বলেন, ‘রেড ক্রিসেন্ট একটি সেবামূলক প্রতিষ্ঠান। এ সংগঠনের দীর্ঘদিনের ইতিহাস আছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ এ প্রতিষ্ঠান থেকে সেবা পান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেড ক্রিসেন্টের যে কোনো উন্নয়নে কখনও কার্পণ্য করেন না। আমি এ প্রতিষ্ঠানের যেকোনো উন্নয়নে অংশ নিতে পারলে নিজেকে ধন্য মনে করব।’
এনএইচ/আরসি-১৫