শাবি প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২১
০৭:১৯ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৬, ২০২১
০৭:৩২ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহফুজুুর রহমান আত্মহত্যা করেছেন।
শনিবার ( ১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, আমরা জানতে পেরেছি আমাদের বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহফুজুুর রহমান আত্মহত্যা করেছেন। তবে কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এর কারন জানতে পারিনি। বর্তমানে তিনি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। মাহফুজুুর শিক্ষা ছুটিতে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থান করছিলেন। তিনি ২০১৮ সালে শাবিপ্রবিতে প্রভাষক হিসেবে যোগদান করেন।
এইচ এন/বি এন-০৬