সিলেটে লালনের অচিনপাখি আজ

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৭, ২০২১
০৪:০৪ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৭, ২০২১
০৫:৫৯ পূর্বাহ্ন



সিলেটে লালনের অচিনপাখি আজ

ফকির লালন সাঁইয়ের ১৩১ তম তিরোধাম দিবসে লালনের গান শুনবেন সিলেটের মানুষ। লালন চর্চার উদ্দেশ্যে গঠিত তরুণদের সংগঠন 'আরশিনগর'র আত্মপ্রকাশ উপলক্ষে এ অনুষ্ঠান ‘অচিন পাখি’ আয়োজন করছে। 

আজ রবিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় সিলেটের রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে এ অনুষ্ঠান শুরু হবে।  অনুষ্ঠানটির উদ্বোধন করবেন গুনি শিল্পী হিমাংশু বিশ্বাস।

প্রকৃত সুরে লালনের গান সব মানুষের মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আরশিনগরের আয়োজকরা। 

আরশিনগরের তিন সংগঠক আব্দুল মালিক, উত্তম কাব্য ও বদরুল আলম জানান, বর্তমান সময়ে লালনের গানের প্রকৃত সুরের চর্চা হচ্ছে না। আধুনিকতার যুগে নানা যন্ত্রের ব্যবহারে লালনের গানের প্রকৃত মাধুর্য মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আমরা চাই লালনের সঠিক চর্চা করতে। তাই আরশিনগরের যাত্রা। আশা করি আমাদের এ যাত্রা সকলের সহযোগিতায় পূর্ণতা পায়।

আরশিনগরের অন্যতম সংগঠক উত্তম কাব্য জানান,বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবেই আমরা এটি আয়োজন করব। আমাদের অনুষ্ঠানের মূল ব্যানারেই প্রতীকী হিসেবে আমরা তা উল্লেখ করেছি।

আরসি-০১