সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৭, ২০২১
০৬:৫৪ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৭, ২০২১
০৬:৫৪ পূর্বাহ্ন
প্রখ্যাত ছড়াকার ও শিশু সাহিত্যিক রফিকুল হক দাদু ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছড়াপরিষদ সিলেটের উদ্যোগে শুক্রবার বাদ এশা হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ছড়াপরিষদ আয়োজিত দোয়ার মাহফিলে উপস্থিত লেখকরা বলেন, ‘ভালবাসার ঋণ ভালবাসা দিয়েই শোধ করতে হয়। আর্থিক মানদন্ডে ভালবাসার প্রতিদান দেওয়া সম্ভব নয়। প্রখ্যাত ছড়াকার ও শিশু সাহিত্যিক রফিকুল হক দাদু ভাইয়ের কাছে আমরা এমনিভাবে ঋণী আছি, যে ঋণ কোনোদিনও শোধ হবার নয়।’
সংগঠনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জুয়েলসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছড়ামঞ্চের সভাপতি ছড়াকার সিরাজ উদ্দীন শিরুল, ছড়াপরিষদ সিলেটের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাদেক লিপন, সংগঠনের সমন্বয়কারী রিপন আহমদ ফরিদী, মন্জুর মোহাম্মদ, আলোকচিত্রী শরীফ গাজী, মোস্তফা নয়ন, অর্নব ইসলাম নিলয়সহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন । দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা নুর উদ্দীন আহমদ।
আরসি-০৬