শাবিপ্রবি প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২১
০৪:৫৫ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৭, ২০২১
০৪:৫৫ অপরাহ্ন
২০২০-২১ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবির) কেন্দ্রে অংশ নিচ্ছেন ৪ হাজার ৭১০ শিক্ষার্থী।
আজ রবিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় 'এ' ইউনিটের পরীক্ষা শুরু হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবীর বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলে সতর্ক আছি। ডিজিটাল জালিয়াতি ঠেকাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তাছাড়া পরীক্ষায় সব ধরণের ইলেক্ট্রিক ডিভাইস সংবলিত ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল বিভিন্ন ডিভাইস নিষিদ্ধি করা হয়েছে।’
গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি। পরীক্ষা শেষ হওয়ার দুই-একদিনের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।'
এছাড়া, আগামী ২৪ অক্টোবর মানবিক বিভাগে ‘বি’ ইউনিটে অংশ নিবেন ১ হাজার ৯৬৫ জন, ১ নভেম্বর বাণিজ্য বিভাগে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অংশ নিবেন ৮৬৭ জন।
এইচএন/আরসি-১১