শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০, আটক ৬

শান্তিগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ১৭, ২০২১
০৬:৩৯ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৭, ২০২১
০৬:৪৩ অপরাহ্ন



শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০, আটক ৬

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে রবিবার (১৭ অক্টোবর) সকাল-১১ টায় জয়কলস গ্রামের পূর্বে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কের উপর। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও গুরুতর আহতদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৬ ব্যক্তিকে আটক করেছে।

আহতরা হলেন জয়কলস গ্রামের আবুল লেইছ পক্ষের মৃত খুরশিদ মিয়ার ছেলে লালু মিয়া (৪৫), মৃত নোয়াজ আলীর ছেলে আমির আলী (৫৫), আমির আলীর ছেলে হেলাল মিয়া (৩৫), রইছ উদ্দিনের ছেলে ছালে আহমদ ও সাইদ আহমদ (২২)। একই গ্রামের শহীদ মিয়ার পক্ষের হোসেন আহমদের ছেলে সৈয়দুর রহমান (২৮)।   

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শনিবার (১৬ অক্টোবর) দুপুরে জয়কলস গ্রামের আমির আলীর ছেলে সিএনজি চালক হেলাল মিয়া প্রতিবেশী শহীদ মিয়ার পক্ষের একটি গরুকে তাঁর সিএনজি গাড়ী দিয়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কের উপর ধাক্কা দেয়। এতে শহীদ মিয়া ও আবুল লেইছ পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। 

রবিবার (১৭ অক্টোবর) সকাল ০৯ টায় জয়কলস গ্রামবাসীর লোকজন জয়কলস পয়েন্টে উভয়পক্ষের লোকজনদের নিয়ে এক শালিস বৈঠকে বসে। শালিস বৈঠক চলা কালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে থানা পুলিশ খবর পেয়ে মারপিটের ঘটনায় জড়িত সন্দেহে জয়কলস গ্রামের রহিম আলীর ছেলে নজির আলী (৩৫), সুফিয়ান মিয়ার ছেলে রিমন মিয়া (১৯), আছকির আলীর ছেলে নিজাম উদ্দিন (১৭), নাজিম উদ্দিনের ছেলে মুজিব মিয়া (২৮), মাসুক মিয়ার ছেলে জানে আলম (১৭) ও সুনামগঞ্জ সদর উপজেলার জগজীবনপুর গ্রামের রাকিব আলীর ছেলে জুনাইদ আহমদ সুমন (২২)কে আটক করেন। 

শান্তিগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক আলাউদ্দিন বলেন, পুলিশ মারপিটের সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৬ জনকে আটক করে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস টি/বি এন-০৩