নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২১
০৭:২৩ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৭, ২০২১
০৯:৩৩ অপরাহ্ন
মুদ্রিত সংবাদপত্র এখন কঠিন সময় অতিবাহিত করলেও আবারও সুদিন ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘মুদ্রিত সংবাদপত্র ছাড়া এখনও ভাবাই যায় না। বস্তুনিষ্ঠতা ও আস্থার ক্ষেত্রে এখনও মুদ্রিত সংবাদপত্রে মানুষের ভরসা।’
শনিবার (১৬ অক্টোবর) বিকেলে দৈনিক সিলেট মিরর কার্যালয় পরিদর্শনে এসে তিনি এমন মন্তব্য করেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কঠিন সময়ে সিলেট মিরর পথচলা শুরু করেছে। তবে এসবের মধ্যেও অল্প সময়ে তারা গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছে।’
বেলা ৩টার দিকে সিলেট মিরর কার্যালয়ে আসেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তাঁকে স্বাগত জানান সম্পাদক আহমেদ নূর। দীর্ঘ আলাপচারিতায় তিনি সিলেটের নানা বিষয়, সংবাদপত্র, সিলেটের কৃষ্টি-সংস্কৃতি, মন্ত্রী হিসেবে নিজের কার্যক্রম, নানা পরিকল্পনা ও শৈশবের সিলেট শহর নিয়ে স্মৃতিচারণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মিরর-এর প্রধান বার্তা সম্পাদক জিয়াউস শামস শাহীন, ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের, যুগ্ম বার্তা সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, মহাব্যবস্থাপক (প্রশাসন) খন্দকার সাদেকুর রাজা সামিসহ সিলেট মিরর-এর বিভিন্ন বিভিন্ন বিভাগের কর্মীরা।
মন্ত্রী সিলেট মিরর-এর ছাপা ও গুণগত মানের প্রশংসার পাশাপাশি বিভিন্ন সময়ে প্রকাশিত ঈদ সংখ্যা, শারদীয় সংখ্যা, বাংলাদেশের সূবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ প্রকাশনা মনযোগ দিয়ে দেখেন এবং ভ‚য়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘এ অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই পত্রিকা অবদান রাখতে পারবে বলে আমার বিশ্বাস।’
পরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সিলেট মিরর-এর প্রশাসন বিভাগ, বার্তাকক্ষসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদক মন্ত্রীর হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন।
বিএ/আরসি-১৯