হবিগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২১
০৯:১৪ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৭, ২০২১
০৯:১৪ পূর্বাহ্ন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রত্না নদীতে ডুবে মো. রজব আলী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মৃত রজব আলী সুনামপুর গ্রামের হাজী আজগর আলীর ছেলে। রবিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার সুনামপুর এলাকার রত্না নদীতে দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে রজব আলী নৌকা দিয়ে রত্না নদীর মধ্যবর্তী স্থানে পৌছলে হঠাৎ অসুস্থ হয়ে তিনি পানিতে পড়ে তলিয়ে যান।
পরিবারের লোকজন ও স্থানীয়রা অনেক খুঁজে তাকে না পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। পরে হবিগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের লিডার হারুনুর রশিদ মামুন এর নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে রজব আলীর মরদেহটি উদ্ধার করেন।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেন নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের খবরটি নিশ্চিত করেছেন।
এস আর/বি এন-০৯