সিলেটের পূজামণ্ডপে হামলার ঘটনায় ১২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ১৭, ২০২১
১১:৪১ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৭, ২০২১
১১:৪১ অপরাহ্ন



সিলেটের পূজামণ্ডপে হামলার ঘটনায় ১২ জন গ্রেপ্তার

সিলেটের মদিনা মার্কেটের হাওলদারপাড়া এলাকার দুটি পূজামণ্ডপে গত শুক্রবার ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (১৭ অক্টোবর)  দিবাগত রাত ২ টা থেকে আজ রবিবার (১৮ অক্টোবর) সকাল ৬ টা পর্যন্ত নগরের ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া, নতুন বাজারসহ আশপাশ এলাকা থেকে এজহারনামীয় ১২ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ৷ 

বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বলেন, 'শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়াস্থ ভাটিবাংলা পূজা মন্ডপের নিরাপত্তায় নিয়োজিত স্বেচ্ছাসেবক দলের কর্মীসহ সরকারি দায়িত্বে নিয়োজিত পুলিশের উপর হামলাকারীদের মধ্য থেকে এজাহারনামীয় ১২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।' 

আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

এনএইচ/আরসি-২০