শেখ রাসেলের জন্মদিনে সিলেট জেলা আ.লীগের কর্মসূচি

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৮, ২০২১
১২:২৮ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৮, ২০২১
১২:২৮ পূর্বাহ্ন



শেখ রাসেলের জন্মদিনে সিলেট জেলা আ.লীগের কর্মসূচি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের শুভ জন্মদিন আগামীকাল সোমবার (১৮ অক্টোবর)। দিবসটি উপলক্ষ্যে সিলেট জেলা আওয়ামী লীগ সোমবার বাদ জোহর হজরত শাহজালাল (রহ:) এর মাজার মসজিদে  মিলাদ, দোয়া মাহফিল ও শিরনী বিতরণের আয়োজন করেছে।

উক্ত মিলাদ, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠানে সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান। 

এছাড়াও সিলেট জেলার সব সাংগঠনিক উপজেলায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে মসজিদে দোয়া মাহফিল ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন এবং দিবসটির তাৎপর্য অনুযায়ী বিভিন্ন উপযোগী কর্মসূচি গ্রহণের জন্য সব উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রতি নির্দেশনা প্রদান করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান।

আরসি-২৪