সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৮, ২০২১
১২:২৮ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৮, ২০২১
১২:২৮ পূর্বাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের শুভ জন্মদিন আগামীকাল সোমবার (১৮ অক্টোবর)। দিবসটি উপলক্ষ্যে সিলেট জেলা আওয়ামী লীগ সোমবার বাদ জোহর হজরত শাহজালাল (রহ:) এর মাজার মসজিদে মিলাদ, দোয়া মাহফিল ও শিরনী বিতরণের আয়োজন করেছে।
উক্ত মিলাদ, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠানে সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান।
এছাড়াও সিলেট জেলার সব সাংগঠনিক উপজেলায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে মসজিদে দোয়া মাহফিল ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন এবং দিবসটির তাৎপর্য অনুযায়ী বিভিন্ন উপযোগী কর্মসূচি গ্রহণের জন্য সব উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রতি নির্দেশনা প্রদান করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান।
আরসি-২৪