সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৮, ২০২১
০৭:২১ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৮, ২০২১
০৭:২১ পূর্বাহ্ন
‘খাঁচার ভেতর অচিন পাখি...’ কিংবা ‘এমন মানবজনম আর কি হবে...’ লালন সাইয়ের গান একের পর এক পরিবেশন করছিলেন শিল্পীরা। মৃদু আলো আধাঁরির মঞ্চ থেকে গানের সুর ছড়িয়ে পড়ছিল চারদিকে। দর্শক-স্রোতা তাও যেন মন্ত্রমুগ্ধ হয়ে ডুব দিয়েছিলেন সুরের মাঝে।
গতকাল রবিবার রাতে সিলেটের কাজী নজরুল অডিটোরিয়ামের মুক্ত মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লালন সাঁইয়ের ১৩১তম তিরোধান দিবসে ‘অচিন পাখি’ শিরোনামে অনুষ্ঠানটির আয়োজন করে ‘আরশিনগর’ নামে নবীন সংগঠন।
সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন গুণী সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সিলেটের সভাপতি মুকাদ্দেস বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট সভাপতি মিশফাক আহমদ মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, নাট্যজন সামসুল বাসিত শেরো। অনুষ্ঠানের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন নীলাঞ্জন দাশ টুকু ও আমিরুল ইসলাম বাবু।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন হিমাংশু বিশ্বাস, পার্থ প্রদীপ মল্লিক, পল্লবী দাস মৌ, জলি তালুকদার, বাবুল বৈদ্য, আংশুমান দত্ত অঞ্জন। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন সুরভী ব্যানার্জী।
নিজের মুগ্ধতার কথা জানিয়ে অনুষ্ঠানে আসা শ্রোতা এ কে এম আব্দুল বাসিত তুহিন নিজের প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি লালনের পাগল। গণমাধ্যমে জেনে আসলাম। মনে হলো অনেকদিনে প্রকৃত সুরে লালনের গান শুনলাম। শান্তি লাগছে মনে।’
অনুষ্ঠান শেষে সকলের প্রতি কৃতজ্ঞতা জানা নব গঠিত সংগঠনের সংগঠক আব্দুল মালিক, উত্তম কাব্য, বদরুল আলম।
এএফ/০১