জৈন্তাপুরে শেখ রাসেলের জন্মদিন পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি


অক্টোবর ১৮, ২০২১
০৭:৩১ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৮, ২০২১
০৭:৩১ অপরাহ্ন



জৈন্তাপুরে শেখ রাসেলের জন্মদিন পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে জৈন্তাপুরে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা হলরুমের সমুখে নির্মিত শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, জৈন্তাপুর মডেল থানা, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জৈন্তাপুর প্রেসক্লাব, উপজেলা যুবলীগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সোলাইমান হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ৷ 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহসদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এমএ, আ.লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ৷ 

এছাড়া উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক ও জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা৷ 

আর কে/বি এন-০৪