নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৯, ২০২১
০৫:৪৬ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৯, ২০২১
০৫:৪৬ পূর্বাহ্ন
দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন জমা শেষ হয়েছে। গতকাল রবিবার শেষ দিন পর্যন্ত সিলেট বিভাগের ৪৪টি ইউনিয়ন পরিষদের প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে ৩৫টি ইউনিয়নের তথ্য পাওয়া গেছে। এসব ইউনিয়নে ১৭১ জন চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতার জন্য মনোনয়ন জমা দিয়েছেন।
কোম্পানীগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, কোম্পানীগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়ন জমা দেন।
উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের সীমানা জটিলতার কারণে নির্বাচন হচ্ছে না। আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে পূর্ব ইসলামপুর ইউনিয়নে মুল্লুক হোসেন, তেলিখাল ইউনিয়নে নুর মিয়া, ইছাকলস ইউনিয়নে এখলাছুর রহমান, উত্তর রনিখাই ইউনিয়নে ফয়জুর রহমান ও দক্ষিণ রনিখাই ইউনিয়নে ইকবাল হেসেন ইমাদ মনোনয়ন জমা দিয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে উত্তর রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান ফরিদ উদ্দিন, পূর্ব ইসলামপুর ইউনিয়নের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইলিয়াছ আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তেলিখাল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আলফু, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম মনোনয়ন জমা দেন।
পূর্ব ইসলামপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. বাবুল মিয়া, চরমোনাই মনোনীত হাফেজ মাওলানা ইমতিয়াজ উদ্দিন, বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী আলমগীর আলম, মাসুদ আহমদ, তেলিখাল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সুজন আহমদ, সুলতানা আক্তার, বিল্লাল উদ্দিন, ইছাকলস ইউনিয়নে চরমোনাই প্রার্থী ফিরুজ আলী, স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুর রহমান, মকবুল আলী, কুটি মিয়া, আবু সাঈদ আবদুল্লাহ, কাজী জসিম উদ্দিন, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপি নেতা গিয়াস উদ্দিন, দক্ষিণ রনিখাই ইউনিয়ন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম, এমএ হান্নান, সামস উদ্দিন, শাহাব উদ্দিনও মনোনয়ন জমা দিয়েছেন।
উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানেরা গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন। একমাত্র ইসলামপুর পশ্চিম ইউনিয়নে নৌকার প্রার্থী হিসেবে শাহ মোহাম্মদ জামাল উদ্দিন নির্বাচিত হয়েছিলেন। সীমানা জটিলতার কারণে ওই ইউনিয়নে নির্বাচন স্থগিত রয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা জেুবুন্নাহার বেগম দৈনিক সিলেট মিররকে বলেন, ‘উপজেলার পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে সর্বমোট ২৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এখন আমরা যাচাই-বাছাই করে প্রার্থীতা বৈধ ঘোষণা করব।’
বালাগঞ্জ প্রতিনিধি জানান, বালাগঞ্জ উপজেলার ৬ ইউনিয়ন পরিষদে গতকাল রবিবার বিকেল ৫টা পর্যন্ত ৩০৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২১ জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ১০০ জন ও সাধারণ ওয়ার্ডে ১৮৭ জন মনোনয়ন জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সোরহাব আহমদ।
বালাগঞ্জের ৬ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিয়েছেন, বোয়ালজুড়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া, বালাগঞ্জে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুনেদ মিয়া, পূর্বগৌরিপুরে উপজেলা আওয়ামী লীগের সদস্য হিমাংশু রঞ্জন দাস, পশ্চিমগৌরিপুরে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিরুল ইসলাম মধু, দেওয়ানবাজার ইউনিয়নে প্রবাসী ছহুল আব্দুল মোনিম, পূর্ব পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন শিহাব।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, জেলা আওয়ামী লীগের সদস্য আবদাল মিয়া, সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, সাবেক ছাত্রনেতা ফয়ছল আহমদ প্রমুখ।
আমাদের ছাতক প্রতিনিধি জানান, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছাতকের ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে ছাতক সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম, রঞ্জন কুমার দাস (নৌকা), আছাদ আহমদ টিটু চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এই ইউনিয়নের ৯ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২৮ জন এবং সংরক্ষিত আসনের সদস্য পদে প্রার্থী হয়েছেন ৯ জন।
খুরমা (উ) ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বিল্লাল আহমদ (নৌকা), শামসুল ইসলাম খান ও অ্যাডভোকেট মনির উদ্দিন প্রার্থী হয়েছেন। এই ইউনিয়নে সাধারন সদস্য পদে ৩৩ জন এবং ৯ জন সংরক্ষিত সদস্য পদে প্রার্থী হয়েছেন।
ইসলামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আবদুল হেকিম (নৌকা), অ্যাডভোকেট সুফি আলম সোহেল, আকিক হোসেন ও কামরুল ইসলাম প্রার্থী হয়েছেন। এ ইউনিয়নে সাধারন সদস্য পদে ৪৩ জন এবং সংরক্ষিত সদস্য পদে প্রার্থী হয়েছেন ১২জন।
কালারুকা ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ওদুদ আলম (নৌকা), আশরাফুল আলম ও শেখ সেলিম আরাফাত মিয়া প্রার্থী হয়েছেন। এই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪০ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১০ জন প্রার্থী হয়েছেন।
ছৈলা-আফজলাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান গয়াছ আহমদ (নৌকা), হাফিজুর রহমান, আব্দুল খালিক, জামাল উদ্দিন, মিজানুর রহমান মানিক, শফিকুল হক, নানু মিয়া, খালেদুর রহমান প্রার্থী হয়েছেন। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৫ জন এবং সংরক্ষিত সদস্যা পদে প্রার্থী হয়েছেন ১০ জন।
দোলারবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান শায়েস্তা মিয়া (নৌকা), নুরুল আলম, আসমত আলী, আমির উদ্দিন, আনোয়ার হোসেন, আব্দুল ছালিক মিলন তালুকদার। এই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৯ এবং সংরক্ষিত সদস্যা পদে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আবুল হাসনাত, জালাল উদ্দীন, কদর মিয়া (নৌকা), ছোরাব আলী, কামরুল ইসলাম, তাজুদ আলী, জসিম উদ্দিন তালুকদার প্রার্থী হচ্ছেন। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪৭ এবং সংরক্ষিত সদস্যা পদে প্রার্থী হয়েছেন ১৪ জন।
খুরমা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবদুল মছব্বির (নৌকা), জয়নাল আবেদীন, আবুল কাশেম হাসান, আবু বক্কর সিদ্দিক, গোলাম আজম তালুকদার মনোনয়ন পত্র দাখিল করেছেন। এই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৫জন এবং সংরক্ষিত সদস্যা পদে ৯জন প্রার্থী হয়েছেন।
গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আখলাকুর রহমান, সুন্দর আলী (নৌকা) ও নিজাম উদ্দিন প্রার্থী। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৮ এবং সংরক্ষিত সদস্যা পদে ১১ জন প্রার্থী হয়েছেন।
জাউয়া বাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মুরাদ হোসেন, নুরুল ইসলাম (নৌকা), আফরোজ আলী, আব্দুল হক, আল আমিন, আসাদুল হক মঞ্জু, ফারুক আহমদ, আসাদুর রহমান পীর, লায়েক আহমদ, সুবেদ আহমদ রাজন ও রেজা মিয়া তালুকদার মনোনয়ন পত্র দাখিল করেছেন। এই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪৫ এবং সংরক্ষিত সদস্যা পদে ১৩ জন প্রার্থী হয়েছেন।
মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বিকেল ৫ টা পর্যন্ত স্ব-স্ব রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত আসনের নারী সদস্য প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলার ১০টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১১নভেম্বর।
ছাতক উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান জানান, উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সকল প্রস্তুতি রয়েছে।
দোয়ারাবাজার সংবাদদাতা জানান, উৎসবমুখর পরিবেশে দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়নে ৫১৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। গতকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে প্রার্থীরা তাদের অনুসারি-সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে যান। তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়নে।
গতকাল রবিবার বিকেল ৫টা পর্যন্ত ৫১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান পদে মোট ৪৯ জন, সংরক্ষিত নারী আসনে ১০৮ জন ও সাধারণ ওয়ার্ডে ৩৬২ জন মনোনয়ন জমা দেন।
চেয়ারম্যান পদে বাংলাবাজারে ৭ জন, নরসিংপুর ইউনিয়নে ৭ জন, দোয়ারাবাজার সদর ইউনিয়নে ৪ জন, মান্নারগাও ইউনিয়নে ১০ জন, পান্ডারগাও ইউনিয়নে ৭ জন, দোহালিয়া ইউনিয়নে ৬ জন, লক্ষীপুর ইউনিয়নে ৪ জন, বোগলাবাজার ইউনিয়নে ২ জন এবং সুরমা ইউনিয়নে ২ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন।
মনোনয়ন জমার সময় প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়লেও এ বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুদ্দীন জানান, উপজেলায় ৯টি ইউনিয়নে ৫১৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। সুষ্ঠু ভোটের পরিবেশ দেওয়ার ব্যাপারে কাজ করে যাচ্ছি। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, ‘বাইরে কেউ আচরণবিধি ভঙ্গ করলেও দৃষ্টিগোচর হয়নি। এ নিয়ে কেউ অভিযোগও করেনি।’
জুড়ী প্রতিনিধি জানান, দ্বিতীয় ধাপে মৌলভীবাজার জুড়ী উপজেলার ৫ ইউনিয়নে তিন পদে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করবেন ২৭৯ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ২২ জন, সংরক্ষিত সদস্য পদে ৫২ জন ও সাধারণ সদস্য পদে ২০৫ জন প্রার্থী রয়েছেন।
চেয়ারম্যান পদে সদর জায়ফরনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ জায়েদ আনোয়ার চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য ও ধানের শীষ প্রতীকের বর্তমান চেয়ারম্যান মাছুম রেজা, বিএনপি ঘরানার হাবিবুর রহমান হাবিব ও ইসলামী আন্দোলন (হাতপাখা) প্রার্থী সুহেল আহমদ।
পশ্চিমজুড়ী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, আওয়ামী লীগ বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগ সদস্য আনফর আলী, স্বতন্ত্র প্রার্থী উপজোলা বিএনপির সাবেক আহŸায়ক ও সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন মইজন, উপজেলা বিএনপির উপদেষ্টা গত নির্বাচনে ধানের শীষের প্রার্থী হেলাল উদ্দিন এবং উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ।
পূর্বজুড়ী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদির, আওয়ামী লীগ বিদ্রোহী ও বর্তমান নৌকা প্রতীকের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ আওয়ামী লীগ বিদ্রোহী ফ্রান্স প্রবাসী ওবায়দুল ইসলাম রুহেল ও স্বতন্ত্র প্রার্থী জাবের উদ্দিন।
গোয়ালবাড়ি ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন, স্বতন্ত্র প্রার্থী ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. সবুজ আহমদ, উপজেলা বিএনপির গনশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ূম, সদস্য ও গত নির্বাচনে ধানের শীষের প্রার্থী মোস্তাক খান ও স্বতন্ত্র প্রার্থী মো. ওয়াছির উদ্দিন আহমদ।
সাগরনাল ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুন নুর মাস্টার, স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সহ-সভাপতি, ধানের শীষ প্রতীকের বর্তমান চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক শাহীন আহমদ রুলন মনোনয়নপত্র জমা দেন।
এসএইচ/আরসি-০৪