নভেম্বরের শুরুতে টিকা পাবে সিলেটের স্কুল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ১৯, ২০২১
০৬:০১ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৯, ২০২১
০৬:০২ পূর্বাহ্ন



নভেম্বরের শুরুতে টিকা পাবে সিলেটের স্কুল শিক্ষার্থীরা

আগামী মাসের প্রথম দিকে সিলেট বিভাগের স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হবে। স্কুল শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনতে ইতোমধ্যে জন্ম সনদ ব্যবহার করে নিবন্ধন শুরু হয়েছে। 

জানা গেছে, স্কুল-কলেজে পাঠদান কার্যক্রম স্বাভাবিক করতে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের পরীক্ষামূলকভাবে করোনার টিকা দিচ্ছে সরকার। তবে এবার ব্যাপক পরিসরে স্কুল শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে পরিকল্পনা নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ইতোমধ্যে সুরক্ষা অ্যাপ এবং ওয়েবসাইটে জন্মসনদ নম্বর দিয়ে টিকার জন্য নিবন্ধন শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. হিমাংশু লাল রায় সিলেট মিররকে বলেন, ‘১৪ অক্টোবর মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে শিক্ষার্থীদের টিকা প্রয়োগ হয়েছে। যেসব শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে তাদের ২ সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে। তাদের কোনো প¦ার্শপ্রতিক্রিয়া না হলে দেশজুড়ে বিশেষ করে ১৭টি জেলায় শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হবে। এর মধ্যে সিলেট বিভাগের চারজেলাই থাকবে বলে আশা করছি। আগামী মাসের প্রথম দিকে সিলেটে এ টিকা দেওয়া শুরু হবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে। ইতোমধ্যে বিভাগের তিন জেলায় প্রবাসী ও সাধারণ মানুষকে এ টিকা দেওয়া হচ্ছে।’

মাউশি সূত্রে জানা গেছে, স্কুলের সব শিক্ষার্থীকেই টিকার আওতায় আনার মহাপরিকল্পনা নিয়েছে সরকার। আগামী ৩০ অক্টোবর থেকে এই পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হচ্ছে। এ লক্ষ্যে প্রতিদিন ২১টি কেন্দ্রে ৪০ হাজার শিক্ষার্থীকে দেওয়া হবে করোনার টিকা। 

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, ‘১২ থেকে ১৭ বছর বয়সী ৪০ হাজার শিক্ষার্থীকে প্রতিদিন টিকা দেওয়া হবে। আশা করছি আগামী ৩০ অক্টোবর থেকে এ কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে ঢাকা মহানগরের স্কুল-কলেজের শিক্ষার্থীদের টিকার আওতায় আনব। পরে দেশের ২১টি পয়েন্টে এ কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘সব শিক্ষার্থীকে সমান গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আশা করছি টিকার প্রাপ্যতা নিয়ে সঙ্কট হবে না।’ বেশির ভাগ শিক্ষার্থী টিকার আওতায় এলে জানুয়ারি থেকে স্কুল-কলেজে স্বাভাবিক পাঠদান কার্যক্রম শুরু হবে বলেও জানান মাউশি মহাপরিচালক। 

এদিকে, গতকাল রবিবার সিলেটে ৩ হাজার ৬৬৬ জন টিকা নিয়েছেন। নগরের ওসমানী মেডিকেল কলেজ ও বিভাগীয় পুলিশ হাসপাতালে তারা টিকা নেন। সিলেট সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গতকাল নগরে সিনোফার্মের দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ হাজার ৮০০ জন। এ দিন ফাইজারের প্রথম ডোজ নিয়েছেন ১ হাজার ৮৬৬ জন। 

বর্তমানে দুটি তিনটি কেন্দ্রে এই টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১২টি বুথে দেওয়া হচ্ছে সিনোফার্মের দ্বিতীয় ডোজ টিকা এবং ফাইজারের টিকা। আরেক কেন্দ্র পুলিশ হাসপাতালের তিনটি বুথে সিনোফার্মের দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে। 

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, ‘নগরের দুটি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলছে।’

এনএইচ/আরসি-০৫