মিথ্যা সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের প্রতিবাদ

শান্তিগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ১৯, ২০২১
০৮:৪৯ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৯, ২০২১
০৯:৩৭ অপরাহ্ন



মিথ্যা সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের প্রতিবাদ

সুনামগঞ্জ জেলার ‘শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নে আবারও নৌকা পেতে মরিয়া বিএনপি নেতা মনির উদ্দিন!’ 

এমন শিরোনামে সিলেটের একটি পত্রিকায় সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান মনির উদ্দিন। সেই সাথে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ ও সাধারণ সম্পাদক, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন। 

ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন বলেন, আমার পরিবার আওয়ামী লীগ পরিবার, আমি সব সময় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম, বিগত ইউপি পরিষদ নির্বাচনে আমাকে দরগাপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্র থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়। সেই নির্বাচনে নৌকা প্রতিকে আমি বিপুল ভোটে বিজয়ী হই। এই আগে এই ইউনিয়ন পরিষদে বার বার বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছিলেন। একটি কুচক্রী মহল আমার প্রাণের সংগঠন আওয়ামী লীগের উন্নয়ন অগ্রযাত্রাকে রুখে দিতে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি দীর্ঘ দিন ধরে দরগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছি। আমার এলাকায় প্রচুর উন্নয়নকাজ বাস্তবায়ন হয়েছে, অনেক রাস্তা, ব্রিজ, স্কুল-মাদরাসায় উন্নয়ন হয়েছে, সেই সাথে আমার ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ কাজ চলমান আছে। আমি নির্বাচিত হওয়ার আগে আমার ইউনিয়নের তেমন কিছুই ছিল না। আর এমন উন্নয়নের জোয়ার দেখে একটি কুচক্রী মহল তাদের ফায়দা হাসিলের জন্য আমার বিরুদ্ধে নানান ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি সকল অপপ্রচার ও মিথ্যা বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। 

শান্তিগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন বলেন, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিন কোন সময়ই বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন না। তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসাবেই বিগত নির্বাচনে নৌকা প্রতিকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। যে সংবাদ প্রকাশ হয়েছে সেটি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। আওয়ামী লীগের প্রার্থীকে বিএনপি নেতা হিসাবে মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানাচ্ছি। 

শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ বলেন, আমাদের উপজেলা কমিটি ২০১৬ সালে গঠন হয়েছে, এই কমিটির আমি সভাপতি। কিন্তু মনির উদ্দিন নামে কেউ আমার কমিটিতে নাই। আর দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তো আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবেই বিগত নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি আমার কমিটির কেউ নয়, বরং তিনি আওয়ামী লীগের একজন কর্মী। আমার জানা মতে তিনি দরগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগেরও সভাপতি। 

শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিন আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী, বিগত নির্বাচনে অনেক যাচাই বাছাই করে কেন্দ্র থেকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছিলো। সেই সময় বিপুল ভোটে বিএনপির দুর্গ ভেঙে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছিলো। এই ইউনিয়নে বার বার বিএনপির নেতা কর্মীরা নির্বাচিত হয়েছিলেন। গত সোমবার সিলেটের যে একটি পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে সেটি মিথ্যা ও বানোয়াট। একটি কুচক্রী মহল আওয়ামী লীগকে বির্তর্কিত করার জন্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমার দলের একজন নিবেদীত কর্মীকে বিএনপি পরিচয়ে যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তাদের খোঁজে বের করে তাদের বিরোদ্ধে আইনানূগ ব্যবস্থা নেওয়া হবে। আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।  

উল্লেখ্য, গত সোমবার সিলেটের একটি পত্রিকায় ‘শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নে আবারও নৌকা পেতে মরিয়া বিএনপি নেতা মনির উদ্দিন!’ এমন শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। 

এস টি/বি এন-০৮