বালাগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২১
০৯:১৩ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২০, ২০২১
০১:৪২ পূর্বাহ্ন
বালাগঞ্জ উপজেলাবাসী সাড়ে আট ঘণ্টা অন্ধকারে ছিলেন। সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে তিনটা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগে পড়েন গ্রাহকরা। বালাগঞ্জ সাব জোনাল অফিসের নাম্বারে গ্রাহকরা বারবার ফোন করলেও প্রতিকার পাননি।
সোমবার সন্ধ্যা থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি আর বিদ্যুৎহীন থাকায় পুরো এলাকায় ভুতুড়ে পরিবেশ বিরাজ করছিল।
সম্প্রতি বালাগঞ্জ এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুতের লোডশেডিংয়ে গ্রাহকরা অতিষ্ট হয়ে পড়েছেন। বিদ্যুৎ অফিসের দায়িত্বশীলরা বলছেন, বিদ্যুৎ সঞ্চালন লাইনে সমস্যা থাকার কারণে লোডশেডিং হচ্ছে। তবে গ্রাহকরা এ কথা মানতে নারাজ। তারা বলছেন, এসব তাদের খোঁড়াযুক্তি, এখন ঝড়-তুফান হচ্ছে না তাহলে বারবার কেনো লাইনের সমস্যার কথা বলা হচ্ছে। দিনের পর দিন বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে তারা সারা বছর লাইনে কাজ করলেন তাহলে এখন কেন এমনটা হচ্ছে।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১এর আওতাধীন বালাগঞ্জ সাব-জোনাল অফিসের এজিএম কম আব্দুর রশিদ বলেন, বৃষ্টির কারণে লাইন ফল্ট হওয়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। এই ত্রুটি শনাক্ত করতে অনেক সময় লেগেছে। রাত সাড়ে তিনটার দিকে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে।
এস এ/বি এন-১১