শাবিপ্রবি প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২১
১০:৫৮ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৯, ২০২১
১০:৫৮ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখিয়ে টিকা নিতে পারবেন বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে এ তথ্য নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উপাচার্য বলেন, কোনো শিক্ষার্থী যদি সুরক্ষা অ্যাপ কিংবা ইউজিসি প্রদত্ত লিংকে জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করতে না পারে তারা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখালে টিকা নিতে পারবেন। আমরা শিক্ষার্থীদের ক্যাম্পাসে টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে টিকা নিয়েছেন।
ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আগামী ২৫ অক্টোবর থেকে যেহেতু হলে খুলে দিচ্ছে সেহেতু শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নিতে হবে। টিকা ছাড়া কোনো শিক্ষার্থী ক্লাস করা বা হলে উঠতে পারবেন না। তাই সকলকে শিক্ষার্থীকে দ্রুত টিকা নেওয়ার আহবান জানাচ্ছি। এছাড়া ক্যাম্পাস খুললে শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্রের নিবন্ধনের ব্যবস্থা করা হবে বলেও জানান উপাচার্য।
এইচএন/আরসি-১১