বিয়ানীবাজারে আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার

বিয়ানীবাজার প্রতিনিধি


অক্টোবর ১৯, ২০২১
১১:১৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৯, ২০২১
১১:১৬ অপরাহ্ন



বিয়ানীবাজারে আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার

সিলেটের বিয়ানীবাজারে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে সামাজিক মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী পোষ্ট ও জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পায়।

গ্রেপ্তার হওয়া তরুণের নাম জিয়াউল হক (১৮)। তিনি উপজেলার দুবাগ ইউনিয়নের গজুকাটা গ্রামের সমছুল হকের ছেলে।

তাকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।

তিনি বলেন, সোমবার রাতে উপজেলার চারখাই বাজারের একটি রেস্টুরেন্টে গোপন বৈঠককালে তাকে র‌্যাব আটক করে পরে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তার ব্যবহৃত মোবাইল থেকে জঙ্গি কর্মকান্ডে জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে। সংশ্লিষ্ট আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এসএ/আরসি-১২