দোয়ারাবাজার প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২১
১১:৪১ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৯, ২০২১
১১:৪১ অপরাহ্ন
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্টে সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাহমুদুল হাসান মামুন (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলা সদর থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি কুরআন অবমাননা ইস্যুকে কেন্দ্র করে দেশব্যাপি সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়লে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইদনপুর গ্রামের নজির উদ্দিন মাস্টারেরর পুত্র মাহমুদুল হাসান ওরফে মামুন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি (mfc mamun) থেকে দেশের সব পূজা মণ্ডপ বন্ধ করে দেওয়ার দাবি জানিয়ে জেহাদি পোস্ট করে। বিষয়টি পুলিশের নজরে আসলে সোমবার দিবাগত রাতে তাকে আটক করা হয়।
ধর্মীয় উস্কানিমূলক ও আক্রমনাত্মক পোস্ট করায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দোয়ারাবাজার থানায় একটি মামলা (মামলা নম্বর- ০৯)।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যেকোন অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ তৎপর আছে। ফেইসবুকসহ যেকোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, উস্কানীমুলক বক্তব্য, সহিংসতা, গুজব ছড়িয়ে আইন- শৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এইচএইচ/আরসি-১৪