সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিলেটে সাংস্কৃতিক জোটের সমাবেশ

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২০, ২০২১
০১:০২ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২০, ২০২১
০১:০২ পূর্বাহ্ন



সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিলেটে সাংস্কৃতিক জোটের সমাবেশ

দেশের বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মালম্বীদের উপর হামলার প্রতিবাদে সিলেটে প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট।

আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। 

বক্তারা বলেন, একটি কুচক্রীমহল হিন্দু-মুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধানোর লক্ষ্যেই  এই হামলাগুলো করছে। সবাইকে এ ব্যপারে সতর্ক থাকার পাশাপাশি এদের প্রতিহত করতে হবে।

সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তীর সঞ্চালনায় ও সভাপতি আমিনুল ইসলাম লিটনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু, নাট্যজন চারুশিল্পী শামসুল বাসিত শেরো, নীলাঞ্জন দাস টুকু, অরুপ শ্যাম বাপ্পী, পার্থ প্রদীপ মল্লিক, মোকাদ্দেস বাবুল। 

আরও উপস্থিত ছিলেন নৃপেন্দ্র দাস,গনেশ পাল দিপু,মোকাদ্দেস বাবুল, সিরাজ উদ্দিন শিরুল, বিধুভূষন ভট্টাচার্য, উজ্জ্বল রায়, আবিদ ফয়সাল, হিল্লোল শর্মা,নাজমা পারভীন,খতিবুর রহমান, বিল্পব নন্দী, অমিত ত্রিবেদী, আশরাফুল ইসলাম অনি, নীলিমা নীলা, মিথিলা মিথি, জাহিদ, ইমন হাসান, ডা. লাবনী আক্তারসহ সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।

আরসি-১৭