শায়েস্তাগঞ্জে ৬ জুয়াড়িকে কারাদণ্ড

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ১৯, ২০২১
১০:১৭ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৯, ২০২১
১০:১৮ অপরাহ্ন



শায়েস্তাগঞ্জে ৬ জুয়াড়িকে কারাদণ্ড

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৬ জুয়াড়িকে সাত দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে শায়েস্তাগঞ্জ পৌরসভার রেলওয়ে স্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত এই সাজা দেয়।

এ সময় প্রকাশ্যে জুয়া খেলারত অবস্তায়  ৬ জনকে আটক করা হয়। আটককৃতদেরকে  ‘বঙ্গীয়  প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭’ এর  ৪ ধারা অনুযায়ী ৭দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের জুয়েল মিয়া (৩২), শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের আব্দুল মালেক (৩০), একই  উপজেলার দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের মঈন উদ্দিন (২৫), একই  গ্রামের ফরিদ মিয়া (৩১), নুরপুর ইউনিয়নের উত্তর নোয়াহাটি গ্রামের  ফারুক মিয়া (৪০) ও শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর গ্রামের আইয়ুব আলী (৪০)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম।

আরসি-২১