শাবিপ্রবি প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২১
০৫:০০ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২০, ২০২১
০৫:০০ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি)পেতে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেন উপাচার্য।
তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই তাদের জন্য ক্যাম্পাস খুললে খুব দ্রুত পরিচয়পত্র নিবন্ধনের ব্যবস্থা করা হবে। এজন্য নির্বাচন কমিশনের সাথে আলাপ-আলোচনা করা হচ্ছে।
তিনি বলেন, শিক্ষার্থীরা যদি কোথাও টিকার রেজিস্ট্রেশন করতে না পারে তারা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দিয়ে টিকা নিতে পারে এমন ব্যবস্থাও করা হচ্ছে। আমরা তাদের তালিকা প্রস্তুত করে আলাদা আলাদা ক্যাটাগরি তৈরি করছি। আমরা যে কোম মূল্যে শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসতে চাই। এজন্য সকলের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।
উপাচার্য আরো বলেন, আগামী ২৫ অক্টোবর থেকে যেহেতু হলে খুলে দিচ্ছে সেহেতু শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নিশ্চিত করতে হবে। টিকা ছাড়া কোন শিক্ষার্থী ক্লাস করা বা হলে উঠতে পারবেন না। তাই সকল শিক্ষার্থীকে দ্রুত টিকা নেওয়ার আহবান জানাচ্ছি।
এইচএন/আরসি-০৫