সিলেটে হোটেল থেকে নারীসহ গ্রেপ্তার ৯

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ২০, ২০২১
০৫:৫৮ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২০, ২০২১
০৬:০৮ অপরাহ্ন



সিলেটে হোটেল থেকে নারীসহ গ্রেপ্তার ৯

সিলেট নগরের সুরমা মার্কেটের নিউ সুরমা আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে ওই হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। 

মহানগর পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। 

পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে ওই হোটেলের মালিক  আরজত চৌধুরী (৪৫) ও হোটেলের ম্যানেজার আব্বাস মিয়া (৪৭) মিয়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারীদের নিয়ে এসে অসামাজিক কাজ চালিয়ে যাচ্ছিলেন। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টায় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আরও উপস্থিত ছিলেন, এসআই (নিরস্ত্র) আব্দুস সালাম, আতিকুর রহমান, আমির হোসেন আমু, কনস্টেবল হাসান বকস, আব্দুল ওয়াহিদ, জীবন মিয়া, আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার হোসেন, জালাল মিয়া, আশিকুর রহমান এবং কোতয়ালী মডেল থানার নারী পুলিশ সদস্যরা। 

গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে  মো. ইমন মিয়া (২৬), সিলেটের জকিগঞ্জ উপজেলার চারিগ্রামের আঞ্জির আলীর ছেলে তুহিন আহমদ (২৪), ফরিদপুরের ভাংগা উপজেলার বড় মুসকুন্নির মো. শাহজামানের ছেলে গোলাম রাব্বানী (৩৬), কক্সবাজারের রামু উপজেলার করিম উদ্দিনের মেয়ে মোছা. লাবন্য আক্তার (২৫), খুলনার রূপসা উপজেলার মাসুম গাজীর মেয়ে সাথী আক্তার (২৪), মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁওয়ের আয়াজ আলীর মেয়ে শেফালী বেগম (২৫), কক্সবাজারের উঁখিয়ার জালিয়া পালংয়ের বেলাল মিয়ার মেয়ে জ্যোৎস্না আক্তার (২৫), টাঙ্গাইলের নাগরপুরের দুপুরিয়া গ্রামের ফজলুল হকের মেয়ে নয়ন মনি (২৬) এবং সিলেটের কানাইঘাট উপজেলার শিবনগরের তাছিরুল হকের মেয়ে জেরিন আক্তার তারিন।

এ সময় হোটেলের মালিক আরজত চৌধুরী (৪৫) ও হোটেলের ম্যানেজার আব্বাস মিয়া (৪৭) পালিয়ে যায় বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

বিএ-০১