বালাগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২১
০৯:৪৮ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২০, ২০২১
০৯:৪৮ অপরাহ্ন
জাতীয় শুদ্ধাচার কৌশলের অভিলক্ষ্য ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা’ বাস্তবায়নে শুদ্ধাচার চর্চায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার চক্রবর্ত্তী শুদ্ধাচার পুরস্কার লাভ করেছেন। বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালেয়ে কর্মরত ৫-১০ গ্রেডভুক্ত সরকারি কর্মচারিদের মধ্য থেকে তিনি এ পুরুস্কার লাভ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সনদ ও সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়নে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, সাবেক চেয়ারম্যান এমএ মতিন, বালাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসান ও ডা. পবিত্র রঞ্জন বণিক।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
এসএ/বিএ-০৭