গুচ্ছ ভর্তি পরীক্ষার ‌‌‘ক’ ইউনিটের ফল প্রকাশ

শাবিপ্রবি প্রতিনিধি


অক্টোবর ২০, ২০২১
০৯:৫৫ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২০, ২০২১
০৯:৫৫ অপরাহ্ন



গুচ্ছ ভর্তি পরীক্ষার ‌‌‘ক’ ইউনিটের ফল প্রকাশ

গুচ্ছ ভুক্ত ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। 

বুধবার (২০ অক্টোবর) বিকেল ৫ ফলাফল প্রকাশ করা হয় বলে জানান গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় প্রথমস্থান অর্জন করা শিক্ষার্থীর নম্বর ৯৫। আর সর্বোনিম্ন মাইনাস ১০। এই ওয়েবসাইটে  https://gstadmission.ac.bd/  ফলাফল আপলোড করা হয়েছে। এখান থেকে যে কেউ চাইলে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

এর আগে গত ১৭ অক্টোবর সারা দেশে ২৬টি কেন্দ্রে একযোগে গুচ্ছ ভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১২ হাজার ৪৯১টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৩১ হাজার ৯০৫ জন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।

বিএ-০৮