শহীদ শামসুদ্দিন হাসপাতাল এলাকায় অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ২১, ২০২১
০৫:২১ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২১, ২০২১
০৬:৪৬ পূর্বাহ্ন



শহীদ শামসুদ্দিন হাসপাতাল এলাকায় অগ্নিকান্ড

শহীদ শামসুদ্দিন হাসপাতালের সম্মুখের বিদ্যুতের ট্রান্সফর্মার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ছবি- রিপন আহমেদ ফরিদী

সিলেট নগরের চৌহাট্টাস্থ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সামনের বিদ্যুতিক ট্রান্সফর্মার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। 

বুধবার (২০ অক্টোবর)  দিবাগত রাত ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

জানা গেছে, রাত ১টার দিকে সিলেটের করোনা চিকিৎসার জন্য বিশেষায়িত শহীদ শামসুদ্দিন হাসপাতালের সামনে থাকা বিদ্যুতের ট্রান্সফর্মার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এসময় আতঙ্কে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক-নার্সসহ অনেকে বাইরে বেরিয়ে আসেন।

ফায়ার সার্ভিস সিলেটে নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত ককর্মকর্তা মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সিলেট মিররকে জানান, বিদ্যুতের তারে আগুন লেগেছে। তবে এর উৎস আমরা এখনও জানতে পারিনি। আমাদের তালতলা ইউনিট কাজ করছে।


আরএএফ-০১/আরসি-০১/এএফ-০১