দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ২১, ২০২১
০৭:২১ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২১, ২০২১
০৭:২১ অপরাহ্ন



দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম রাহাত তালুকদার (১৮)। তিনি এই কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কি কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করছে। তবে এ পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

রাহাত দক্ষিণ সুরমা উপজেলার পুরাতন তেতলি এলাকার সুরমান আলীর ছেলে বলে জানা গেছে।

আরসি-০৯