কোম্পানীগঞ্জে বজ্রপাতে দুই জনের মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ২১, ২০২১
০৮:৩৭ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২১, ২০২১
০৮:৩৭ অপরাহ্ন



কোম্পানীগঞ্জে বজ্রপাতে দুই জনের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নে বজ্রপাতে দুই জনের মৃত্যু খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত ১টায় উপজেলার ইছাকসল ইউপির রাঙ্গা হাওরে থেকে শিবপুর গ্রামের মৃত রতন বিশ্বাস ছেলে ফণিন্দ্র বিশ্বাস (৩০) ও মৃত গুরু চরণ বিশ্বাসের ছেলে নিরঞ্জন বিশ্বাস (২৫) নামের দু'জনের লাশ উদ্ধার করেছে স্বজন ও স্থানীয়রা।

এর আগে বুধবার (২০ অক্টোবর) বিকাল বেলা প্রত্যেকদিনের ন্যায় নিহতেরা মাছ ধরার জন্য হাওরে গেলে যথাসময়ে ফেরত না আসায় স্থানীয় লোকজনদের নিয়ে আত্মীয়স্বজনেরা খোঁজাখুজি করে। অনেক খোঁজাখুঁজির পরে হাওরে গিয়ে রাত ১টায় নৌকার উপরে বজ্রপাতে দুই জনকে মৃত অবস্থায় পাওয়া যায় । 

এ ব্যাপারে ইছাকলস ইউপি সদস্য রিপন সরকার  জানান, প্রত্যেকদিনের ন্যায় ভিকটিমগণ মাছ ধরার জন্য হাওরে গেলে আর যথাসময়ে ফেরত না আসায় স্থানীয় লোকজন ও ভিকটমদ্বয়ের আত্মীয়স্বজনগণ খোঁজাখুজি  করে তাদেরকে রাত ১ টার সময় হাওরে নৌকার উপরে মৃত অবস্থায় পান। 

কোম্পানীগঞ্জ থানার ওসি কেএন নজরুল বজ্রপাতে দু'জনের নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, সুরতহাল প্রতিবেদন করে নিহতদের স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম কে/বি এন-০৫