নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২২, ২০২১
০১:০৩ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২২, ২০২১
০১:১১ পূর্বাহ্ন
দক্ষিণ সুরমা সরকারি কলেজে ছুরিকাঘাতে নিহত আরিফুল ইসলাম রাহাতের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান। এসময় তিনি দোষীদের দ্রুতে গ্রেপ্তার ও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটারও আশ্বাশ দেন।
আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় নিহত কলেজ শিক্ষার্থী রাহাতের বাড়িতে যান তিনি।
এসময় তিনি সিলেট মিরর অনলাইনকে বলেন, পুলিশ জানিয়েছে- অভিযুক্তদের মোবাইল ফোন ট্র্যাকিং করা হচ্ছে। তাই দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে বলে আমার বিশ্বাস। গ্রেপ্তার হলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাব। একইসঙ্গে আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়, সেই চেষ্টাই আমরা করব।
তিনি আরও বলেন, আমি ঢাকায় ছিলাম। সিলেট ফিরেই ঘটনা সম্পর্কে জেনেছি। খবর নিয়ে জেনেছি কলেজের সিসি ক্যামেরা নষ্ঠ ছিল। এটা কেন নষ্ট ছিল, সেটা খতিয়ে দেখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি।
আরসি-১১