‘আমি আবাদী নই’

সুনামগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ২২, ২০২১
০১:৪০ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২২, ২০২১
০১:৪৫ পূর্বাহ্ন



‘আমি আবাদী নই’
# সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, আমি সুনামগঞ্জ জেলার বাসিন্দা। সুনামগঞ্জের পরিচয়ে আমি পরিচিত। আমি এমন কোনো কাজ সজ্ঞানে করবো না, যাতে আমার জেলার মানুষের ক্ষতি হয়। আমি কি কি কাজ করেছি সেগুলো আপনারা জানেন। এগুলা আমার বাড়ির জন্যে নয়, পরিবারের জন্যে নয়। বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জেই হবে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। মেডিকেল কলেজ সদর উপজেলার মধ্যে স্থাপিত হয়েছে। আমি প্রস্তাব করেছি। এই পৌর কলেজের ৬ তলা ভবন আমি বানিয়েছি। মোট কথা হলো আমি আমার নিজের জেলার বিরুদ্ধে কোনো কাজ করি না।

মন্ত্রী আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জে আয়ূব বখত জগলুল স্মৃতি নক-আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ছাতকে কাজ করেছি। ছাতক সিমেন্ট ফ্যাক্টরির জন্য দেড় হাজার কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী আমার সুপারিশে দিয়েছেন। ছাতকের লাফার্জ সিমেন্ট ফেক্টরির পাশে ব্রিজের কাজ বন্ধ ছিলো। আমি আবারও শুরু করেছি। এই কথাগুলো বললাম কারণ একটি মহল অযথা আমার নামে অপবাদ ছড়ায়। আমি নাকি সুনামগঞ্জের বিরুদ্ধে কাজ করি। আমি আবাদি কোনো মানুষ নয়, আমি সুনামগঞ্জের মানুষ। এখানে আমার ১৪ পুরুষের জন্ম। সুতরাং আমি সুনামগঞ্জের মানুষের জন্য কাজ করি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জেলা শিল্পকলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্দু চৌধুরী বাবুল প্রমুখ।

এসআরএ/আরসি-১২